Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টিআইবির প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:১১ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:১১ PM

bdmorning Image Preview


টিআইবির প্রতিবেদন ত্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাষ্ট্র ও দেশের মানুষকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অন্ধ সমালোচনার মাধ্যমে নিজেদের টিকিয়ে রাখার জন্য, বিদেশি ফান্ড পাওয়ার জন্য তারা এই ত্রুটিপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, টিআইবির প্রতিবেদন সরকার প্রত্যাখ্যান করছে। আশা করছি দুদককে তারা ব্যখ্যা দেবে। তা না হলে দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এসময় মন্ত্রী বলেন, পদ্মাসেতু নিয়ে তাদের প্রতিবেদন ভুল প্রমাণিত হওয়ার পরও তারা আজ পর্যন্ত ক্ষমা চায়নি। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছিলো। অথচ তারা পর্যবেক্ষক  ছিলো না। 

তিনি বলেন, গুটিকয়েক ব্যক্তি, ব্যবসায়ী ও কমিটির মাধ্যমে ত্রুটিপূর্ণ প্রতিবেদন তৈরি করে। যার ৮০ শতাংশই বিএনপির বক্তব্য। যা হালে পানি পায়নি।

তথ্যমন্ত্রী আরো বলেন, বিরোধীদলকে হাতিয়ার তুলে দিতে এবং দেশের মানুষকে হেয় করতেই ত্রুটিপূর্ণ পদ্ধতিতে প্রতিবেদন তৈরি করেছে।

Bootstrap Image Preview