Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে শিক্ষার্থীদের সচেতন করতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:০৬ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:০৬ PM

bdmorning Image Preview


'এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে গণচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরতলীর ভাদৈ আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর হবিগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হাসান মেল্লা।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ না গড়তে পারলে কোন জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারবে না। তাই স্কুলের সকল শিক্ষার্থীদেরকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।


 

Bootstrap Image Preview