Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধারণাসূচকে বিশ্বের সবচেয়ে বেশি ও কম দুর্নীতিগ্রস্ত ১০ দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ১১:৪৮ AM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ১১:৪৮ AM

bdmorning Image Preview


২০১৮ সালে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।‘দুর্নীতির ধারণাসূচক ২০১৮’ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি ও কম দুর্নীতিগ্রস্ত দেশ গুলো সম্পর্কে আক্টি ধারণা পাওয়া যায়।

বিশ্বের সবচেয়ে বেশি ও কম দুর্নীতিগ্রস্ত দেশ গূলো হল-

সোমালিয়া

তালিকায় এবারও সবচেয়ে খারাপ অবস্থায় আছে আফ্রিকার দেশ সোমালিয়া।

সিরিয়া

সিরিয়ার অবস্থান সোমালিয়ার ঠিক পরেই, অর্থাৎ তালিকার নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে।

দক্ষিণ সুদান

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সুদান ও সিরিয়ার পরেই রয়েছে দক্ষিণ সুদান।

ইয়েমেন

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষের কবলে থাকা ইয়েমেন রয়েছে চতুর্থ অবস্থানে।

উত্তর কোরিয়া

কিম জং উনের দেশ উত্তর কোরিয়া রয়েছে পঞ্চম অবস্থানে।

ডেনমার্ক

দুর্নীতি সূচক স্কেলে শূন্য স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে খারাপ এবং ১০০ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসনের দেশ হিসাবে বিবেচনা করা হয়। সেই অনুযায়ী, ৮৮ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ইউরোপের ডেনমার্ক।

নিউজিল্যান্ড

গতবার শীর্ষে থাকা নিউজিল্যান্ড এবার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্তদের তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থানে।

ফিনল্যান্ড

গত বছর সুখী দেশের তালিকার শীর্ষে থাকা ফিনল্যান্ড রয়েছে তৃতীয় অবস্থানে।

সিঙ্গাপুর

সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর।

সুইডেন

সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্কের প্রতিবেশী রাষ্ট্র সুইডেন আছে তালিকার পঞ্চম অবস্থানে।

Bootstrap Image Preview