Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের শপথ না নেয়ার কারণ জানা যাবে বিকালে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ১০:০৪ AM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ১০:০৪ AM

bdmorning Image Preview


জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আজ সংবাদ সম্মেলন করছেন। সেখানেই গণফোরামের নির্বাচিত দু'জন সংসদ সদস্যের শপথ নেয়া না নেয়ার বিষয়টি উঠে আসবে।

বুধবার (৩০ জানুয়ারি) বিকালে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবেন তিনি। গণফোরামের বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গণফোরামের জাতীয় কাউন্সিল উপলক্ষে কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভায় অংশ নেবেন ড. কামাল।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দুজন সংসদ সদস্যের শপথ নেয়া না নেয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে উঠে আসবে।

যদিও এরইমধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৮ জন সদস্য শপথ নেবেন না বলে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তবে গণফোরামের নির্বাচিত দুই সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সংসদে যাওয়ার ব্যাপারে নিজেরাই ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

এ বছরের মার্চের শেষ দিকে গণফোরামের পঞ্চম কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় স্ত্রীসহ দেশে ফিরেছেন ড. কামাল হোসেন।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী জানান, ড. কামাল হোসেন সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১২টার পর ঢাকায় পৌঁছেছেন। তিনি সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসা নিতে।

ড. কামালের দেশে ফেরার কথা ছিল রোববার রাতে। স্ত্রী হামিদা হোসেনের পাসপোর্ট জটিলতায় তার দেশে ফেরা দেরি হলো।

গত ২০ জানুয়ারি রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান।

Bootstrap Image Preview