Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রাথমিকের ৩০ শিক্ষকের ঢাকায় বদলির আদেশ বাতিল করল মন্ত্রণালয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ১০:১০ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বদলি প্রক্রিয়া যথাযথ না হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ সহকারী শিক্ষকের ঢাকা মহানগরীতে বদলির আদেশ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নতুন আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশে জানুয়ারিতে ঢাকা মহানগরীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি আদেশ বাতিল করা হলো। আদেশে বদলি হওয়া শিক্ষকদের পুনরায় আগের কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

জানা গেছে, সাবেক মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের নির্দেশে চলতি মাসের বিভিন্ন সময়ে তাদের ঢাকা মহানগরীর বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়। যথাযথ প্রক্রিয়ায় এসব বদলি না হওয়ায় ২৪ জানুয়ারি ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তার (ডিপিও) স্বাক্ষরে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীতে ২০০ শূন্য পদের বিপরীতে প্রায় ২০ হাজার আবেদন জমা পড়েছ। সাবেক মহাপরিচালক বিদায় বেলায় প্রায় ৩০ শিক্ষককে মহানগরীর বিভিন্ন স্কুলে বদলি করে আদেশ জারি করেন।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হাসান বলেন, ঢাকা মহানগরীতে বদলি হওয়া শিক্ষকদের আদেশ বাতিল করা হয়েছে। প্রশাসনিক কারণে এ আদেশ বাতিল করা হয়েছে। তবে নতুন মহাপরিচালক যোগদানের পর বিষয়টি বিবেচনা করা হবে।

Bootstrap Image Preview