Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিটি প্রকল্পের তদারকি করা হবে: বনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৫:৩৯ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৫:৩৯ PM

bdmorning Image Preview
ছবি: পিআইডি


পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জলবায়ু ট্রাস্টের প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকার উপর গুরুত্বারোপ করে বলেছেন, প্রতিটি প্রকল্পই যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় তদারকি করবে।

মন্ত্রী বলেন, আমরা নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কাজ শুরু করেছি। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড তারই একটি উৎকৃষ্ট উদাহরণ।

প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে আরো মনোযোগী এবং দায়িত্বশীল হতে হবে।”

মন্ত্রী আজ মহাখালী পুরাতন বন ভবনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপমন্ত্রী হাবিবুন নাহার এবং সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহাব উদ্দিন বলেন, সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় যে সকল কার্যক্রম গ্রহণ করেছে বিশ্বব্যাপী তা প্রশংসিত হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, জলবায়ু পরিবর্তনজনিত বিশ্বজনীন সমস্যাটি মোকাবেলায় বিশ্বের সকল রাষ্ট্রকেই একযোগে কাজ করতে হবে। তবে আমাদের দেশের জন্য আমাদের যা করা দরকার সেটি আমাদের সরকার করছে। আমাদের প্রধানমন্ত্রী এ বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন সবার আগে।

Bootstrap Image Preview