Bootstrap Image Preview
ঢাকা, ০১ শুক্রবার, নভেম্বার ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জন্মদিনের অজানা গল্প শোনালেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সবাই জানেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ৫ জানুয়ারি। সেদিন দলের লাখো কর্মী-সমর্থক থেকে শুরু করে দেশের তাবড় রাজনীতিবিদরা জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান। কিন্তু নিজের জন্মদিন নিয়ে এবার ভিন্ন কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, তার জন্মদিন নাকি ৫ জানুয়ারিই নয়।

ভারতের শীর্ষস্থানীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে খেলাশ্রী অনুষ্ঠানে নিজের জন্মদিনের সেই গল্প শোনান মমতা। এ সময় বাংলার নামী-দামি খেলোয়াড়রা তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন।

মঞ্চে বক্তৃতা দেওয়ার সময়ে নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জন্ম তারিখ ও জন্মদিনের শুভেচ্ছা নিয়ে কথা ওঠে। তখন বেশ মজার ছলেই নিজের প্রসঙ্গ টেনে আনেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি তিনি প্রচুর মানুষের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পান প্রতি বছর। কিন্তু আসলে তার জন্ম দুর্গা পুজোর অষ্টমীর দিন। তারিখ বলতে না পারলেও, এ তথ্য তার মা তাকে বলেছেন বলে জানান তিনি।

মমতা জানান, তার দাদা, অজিত বন্দ্যোপাধ্যায় খাতায়-কলমে তার থেকে ছয় মাসের ছোট। এর পিছনেও রয়েছে মজার ব্যাপার।

মাইকের সামনে হাসতে হাসতে মুখ্যমন্ত্রী আরও বলেন, স্কুলে ভর্তির সময় ফর্ম ভরতে গিয়েই ঘটে এই বিপত্তি। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে জানাশোনা থাকায়, মুখ্যমন্ত্রীর বাবা তাকে অনুরোধ করেন ‘একটা বয়স’ বসিয়ে দিতে। সেই বয়স বসিয়ে দেওয়ার ফলে পরবর্তীকালে দেখা গেছে যে দাদা অজিতের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ই বয়সে বড় হয়ে গেছেন।

কয়েক বছর আগে পর্যন্ত শিশু জন্মের পর তা সরকারিভাবে নথিভুক্ত করা হতো না। যে কারণে বেশ কয়েক প্রজন্মের সঠিক জন্ম তারিখ বা বার্থ সার্টিফিকেট নেই।

Bootstrap Image Preview