Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্য প্রবাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ১০:০৪ AM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ১০:০৪ AM

bdmorning Image Preview


মৌসুমের শেষে শুরু হওয়া শৈত্যপ্রবাহ আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস জানান, আজ মঙ্গলবার এবং আগামী বুধ ও বৃহস্পতিবার দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তখন দেশের কোনো কোনো এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে। এই শৈত্যপ্রবাহটি আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, এটিই হতে পারে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। এরপর দেশে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Bootstrap Image Preview