Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেই কোরাল মাছ নিয়ে যা বললেন কুয়াকাটার মেয়র

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি।
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অবশেষে আলোচিত সেই কোরাল মাছ নিয়ে মুখ খুললেন কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা। তিনি জানান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এসআই শাহ আলমের কেনা কোন কোরাল মাছ বশিরের আড়তে ছিলনা। তিনি কোরাল মাছ কেনার জন্য বশিরকে বলেছিলেন। অথচ পরিকল্পিতভাবে সম্মমানহানির জন্য শাহআলম তার সঙ্গে আলোচনা না করেই মোবাইল ফোনে গণমাধ্যমে প্রচার করেছেন। সাংবাদিকদের কাছে এমন সব কথা বলেছেন যা অত্যন্ত মান-হানিকর। আইনগত ব্যবস্থা না নিয়ে তিনি রহস্যজনকভাবে গণমাধ্যমে গেলেন কেন? এমন প্রশ্ন তার।  

মেয়র আব্দুল বারেক মোল্লা আরও বলেন, কুয়াকাটার জাতীয় পার্টির এক নেতার ইন্ধনে পরিকল্পিতভাবে তাঁকে গণমাধ্যমে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের কাছে মিথ্যা বলা হয়েছে। গোটা বিষয়টি ছিল সাজানো এবং পরিকল্পিত। মেয়রের দাবি তিনি বশিরের কাছ থেকে সব সময় যেকোন ধরনের মাছ কেনাকাটা করে থাকেন।  

এছাড়াও মাছ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। সেখানে মাননীয় প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও জড়ানো হয়েছে। যা ছিল সবচেয়ে দুখ:জনক বিষয়। তিনি পুলিশ প্রশাসনের কাছে শাহ আলম সাহেবের এমন সব কীর্তির সমাধান চাইবেন বলে জানান।    

উল্লেখ্য, রবি ও সোমবার এ দুইদিন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এসআই  শাহ আলম ও পৌর মেয়র আব্দুল বারেক মোল্লাকে নিয়ে গণমাধ্যমে সরব ছিল কোরাল মাছের খবরটি। শাহ আলমের দাবি ছিল তার ক্রয় করা কোরাল মাছ প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার নামে নিয়েছিলেন।

Bootstrap Image Preview