Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদক ব্যবসায়ীদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: দিনাজপুর পুলিশ সুপার

সোহেল রানা , দিনাজপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৯:১৭ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৯:১৭ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেছেন, যারা মাদক ব্যবসা করে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন। তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। টেকনাফে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে।  প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এই অভিযান তেঁতুলিয়া পর্যন্ত চলবে। মাদকের সঙ্গে কোন আপোষ নেই। আর এই কাজ পুলিশের একার পক্ষে করা সম্ভব নয়। পুলিশের সঙ্গে জন প্রতিনিধিরাসহ সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

সোমবার(২৮ জানুয়ারী) সকাল ১১ টায় দিনাজপুর কোতয়ালী থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম উপরোক্ত কথা গুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতা কর্মী, সাধারণ মানুষ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আলোচনায় পুলিশের অনিয়ম, ভাল কাজ, দিনাজপুর জেলায় মাদক,ভূমিদস্যু, কোচ কাউন্টার, বিদ্যুৎ চালিত ইজিবাইক এবং যানজোট এড়াতে বাইপাস সড়কসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে দিনাজপুর জেলা কমিনিউটি পুলিশি এর সভাপতি আইএফএম ডাঃ মোঃ শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্সের সবাপতি মোঃ সুজাউর রফ চৌধুরী, দিনাজপুর প্রেস ক্লাবে সভাপতি স্বরুপ বকসি বাচ্চু, সাধারণ সম্পাদক ও দিনাজপুর কমিনিউটি পুলিশিং এর সদস্য সচিব গোরাম নবী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু,দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ প্রমুখ।

Bootstrap Image Preview