Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

সোহেল রানা (হিলি), দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৫:৩১ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


হিলি সীমান্তের আইসিপি বিজিবি ক্যাম্পে বিজিবি-বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সীমান্তের ২৮৫/১১ পিলারের বাংলাদেশের অভ্যন্তরে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিব-বিএসএফ’র সেক্টর কমান্ডারদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের রায়গঞ্জ বিএসএফের সেক্টর কমান্ডারের (ডিআইজি) টিজি সিমটি এর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি চেকপোষ্ট জিরোপয়েন্ট পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করেন  দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন ভূঁইয়া’র (পিএসসি) নেতৃত্বে বিজিবি ১৮ সদস্যের একটি  প্রতিনিধি দল।  

বৈঠকে বাংলাদেশ বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার সোহরাব হোসেন ভুইয়াঁ’র (পিএসসি) নেতৃত্বে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল ইসলাম, দিনাজপুর সদর ৪২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাইদুল জাম্মান ও ভারতের বিএসএফের  পতিরাম ও রায়গঞ্জের সেক্টর কমান্ড (২৮,৪১,১৮৩,১৯৯) ব্যাটালিয়নের কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন।

এসময় বিজিবি সেক্টর কমান্ডার সাংবাদিকদের জানান, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ, সন্ত্রাস , মাদক চোরাচালান, অস্ত্র পাচার রোধ ও সীমান্তে হত্যা বন্ধের বিষয় নিয়ে  দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে।

Bootstrap Image Preview