Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৯:১৯ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৯:১৯ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জে ভৈরবের মোটুপি গ্রামের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মির্জা সোলায়মান এ ক্লিনিকের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো: মির্জা সোলায়মান।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ফলে সারা দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হচ্ছে। তাই এখন থেকে গ্রামের মানুষজনকে আর সামান্য অসুখ-বিসুখে শহরে দৌড়াতে হবে না। হাতের কাছে মিলবে স্বাস্থ্য সেবা।  

Bootstrap Image Preview