Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন নির্দেশনা: তিনদিনের নিচে ইন্টারনেট প্যাকেজ বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৮:৪১ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মোবাইল ফোনের সব ধরনের প্যাকেজের মেয়াদ ন্যূনতম তিনদিন নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার নির্দেশনা দিয়ে মোবাইল ফোন অপারেটরগুলোকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বিটিআরসির ওই নির্দেশনায় বলা হয়েছে, সকল প্রকার প্যাকেজ-অফার বা বান্ডেলের মেয়াদ হবে নূন্যতম তিন দিন। নির্দেশনাটি আগামী ফেব্রুয়ারি থেকে প্রযোজ্য হবে। ৩০ দিন পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে। আর নির্দেশনাটি কার্যকর হবে ১ ফেব্রুয়ারি।

আজ রবিবার সন্ধ্যায় বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস) জাকির হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি জারি করা এক নির্দেশায় বল হয়, সকল প্রকার প্যকেজ-অফার-বান্ডলের মেয়াদ হবে ন্যূনতম তিন দিন। ৩০ দিন পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে। নির্দেশনাটি আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রযোজ্য হবে।

এ ছাড়া একজন গ্রাহক সর্বোচ্চ ৫ টাকা ‘পে পার ইউজ’ প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা (৫ টাকা) পার হলে গ্রাহকের মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ-বান্ডল-অফার সাবস্ক্রাইব করতে হবে।

Bootstrap Image Preview