Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ-যুক্তরাজ্য ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলবে: হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৭:৪৬ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লাক।

তিনি আজ রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা পারস্পারিক কাজের মাধ্যমে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলবো।

এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটিশ সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বেক্সিট সমস্যা মোকাবেলায় ব্রিটিশদের প্রতিও সহমর্মিতা জ্ঞাপন করেন।

হাইকমিশনার 'রুপকল্প ২০২১' বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতিকে সমর্থন জানান।

তিনি এসডিসি'স ২০৩০ অর্জনেও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।

তা ছাড়া তিনি অর্থনীতি, সামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোই ব্রিটিশ সরকারের প্রশংসা করেন।

Bootstrap Image Preview