Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না'

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৬:৪৬ PM

bdmorning Image Preview


'পুলিশ জনতা মিলিয়েছে হাত নির্মূল হবে জঙ্গিবাদ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। 

এদিকে দিবসটি পালন উপলক্ষে আজ রবিবার জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ সুপারের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে জেলখানার মোড়ে কিছুক্ষন অবস্থান করে। এসময় র‌্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শ্রমিক ও সাধারণ জনগণসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। 

এছাড়াও র‍্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পিপিএম, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর মৃধা, অতিঃ পুলিশ সুপার, প্রশাসন, অতিঃ পুলিশ সুপার, অপরাধ, অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল, সহকারী পুলিশ সুপার, সদর, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল, ডি,আই,ও-১ জেলা বিশেষ শাখা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামা ও শিলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি।

র‍্যালির এক পর্যায়ে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, জেলার জনসাধারণের জন্য পুলিশ এর পক্ষ থেকে বিভিন্ন সেবা দেওয়ার উদ্যোগে নিয়েছি। তার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিডি পুলিশ হেল্পলাইনসহ জাতীয় জরুরী সেবা প্রদান করা হয়। এছাড়া নারী সহায়তা কেন্দ্র, ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট ও নিরাপদ সড়ক গঠনের লক্ষে গণসচেতনতামূলক প্রোগ্রাম এবং প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অগ্রাধিকারের ভিত্তিতে সেবা প্রদান করার। 

তিনি আরও বলেন, এই জেলার পুলিশ সুপার হিসেবে আমাদের কোন সদস্যরা অপরাধমূলক কোন কাজ করলে তার বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যালি শেষে মাইকিং এর মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলতে জেলখানার মোড়ে চলাচলকারীদের উদ্বুদ্ধ করা হয়।

Bootstrap Image Preview