Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোহেল তাজের ‘কামিং সুন’ স্ট্যাটাসে তোলপাড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৫:৪২ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৫:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সম্প্রতি সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে একটি স্ট্যাটাস দেন সোহেল তাজ।‘coming soon...পাল্টে যাবে জীবন। কী হতে পারে?’ এই ৮টি শব্দের স্ট্যাটাস দেয়ার পর তোলপাড় সৃষ্টি হয় ফেসবুকে।এটি এখন পর্যন্ত ১৭ হাজার ফেসবুক ব্যবহারকারী লাইক দেন। আর মন্তব্য করে প্রায় দেড় হাজার মানুষ।

সোহেল তাজের ভক্ত-শুভাকাঙক্ষী থেকে শুরু করে ফলোয়ার এবং ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করতে থাকেন।তাদের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। অনেকেই ধারণা করেন ফের রাজনীতিতে ফিরছেন তরুণ এ রাজনীতিবিদ।সেই বার্তাই দিয়েছেন স্ট্যাটাসে।

এখন পর্যন্ত ১৭ হাজার লোক এটি লাইক করেছেন। মন্তব্য করেছেন ১৪ শ’ জন। অনেকেই ধারণা করেন ফের রাজনীতিতে ফিরছেন তরুণ এ রাজনীতিবিদ।সেই বার্তাই দিয়েছেন স্ট্যাটাসে।

সোহেল তাজকে স্বাগত জানিয়ে শামিম খান নামের একজন লিখেছেন, স্যার, আপনার অপেক্ষায় আমরা পথচেয়ে আছি। আপনি দেশে ফিরে আসেন। দেশ ও দেশের মানুষদের নিয়ে ভাবেন। আপনি রাজনীতি করেন আর সংগঠনই করেন না কেন আগে দেশ ও দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেই সব করবেন। আপনাকে নিয়ে আমরা আশাবাদী। আপনার ‘অপরাজেয় তুমি’র সাথে নিঃস্বার্থে কাজ করতে চাই। আপনাকে স্বাগতম।

রাজীব খান নামে একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন যে, ‘পঁচাত্তরের পর সাধারণ জনগণ ঠিক আপনার মতো একজন জননন্দিত নেতার আশায় পথ চেয়ে বসে আছে।’

শাহানুর শাকিল নামে একজন লিখেছেন, ‘আপনাকে সুস্বাগতম হে মহান নেতা। জননেত্রী শেখ হাসিনার পাশে এত দিন সব চেয়ে বিশ্বস্ত হিসেবে ছিলেন সৈয়দ আশরাফ ভাই। কিন্তু তাঁর প্রয়াণে সেই জায়গাটি ফাঁকা হয়ে গেছে। আর সেই জায়গাটি পূরণ করার মতো কোনো ব্যক্তি বর্তমানে আওয়ামী লীগে নেই। আপনিই একমাত্র যোগ্যতম ব্যক্তি।’

মিজানুর রহমান নামের একজন লিখেছেন, এখন আর আপনাকে নিয়ে স্বপ্ন দেখিনা। অনেক আশাহত হয়েছি। স্বপ্ন দেখানোর অনেক মানুষ এখন বাংলাদেশে তৈরী হয়ে গেছে। তবুও সাথেই থাকবো।

মাসুদ রানা নামের একজন লিখেছেন, কি হতে পারে জানি না...আমরা আপনাকে বাংলদেশেরর রাজনিতিতে সক্রিয় ভাবে দেখতে চাই...

এ ব্যাপারে সোহেল তাজ জানান, রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক সংগঠন গড়তে যাচ্ছেন তিনি।

সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘অপরাজেয় তুমি’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন তিনি, শিগগিরই এ সম্পর্কে সংবাদ সম্মেলনে সবাইকে অবহিত করবেন।

দুর্নীতি, মাদক, সন্ত্রাস প্রতিরোধ দূর করা হবে তার নতুন সংগঠনের কাজ। পাশাপাশি মানুষকে স্বাস্থ্যসচেতন করে তোলাও অপরাজেয় তুমির অন্যতম প্রধান কাজ বলে জানা গেছে। আগামী মার্চে পূর্ণাঙ্গ কাজের বিবরণসহ সংবাদ সম্মেলনে হাজির হবেন সোহেল তাজ।

প্রসঙ্গত, ‘জীবনে আর রাজনীতি করবেন না’ এমন ঘোষণা দেয়া সোহেল তাজ একাদশ সংসদ নির্বাচনে বোনের পক্ষে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। সোহেল তাজের সরব প্রচার ও কৌশলে গাজীপুর-৪ আসনে বোন সিমিন হোসেন রিমি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।সোহেল তাজও কাপাসিয়াবাসীর কাছাকাছি পৌছেন। অনেক দিন পর তাকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে যান।এতে অনেকের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় যে, ফের রাজনীতিতে আসছেন সোহেল তাজ।

Bootstrap Image Preview