Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবৈধভাবে ভারতে আসা-যাওয়ার অভিযোগে হবিগঞ্জের ৯ জনকে আটক

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৩:২৭ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৩:২৭ PM

bdmorning Image Preview


ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় হবিগঞ্জের বাসিন্দা ৯ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী, ৩ জন শিশু।

শনিবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় আটকদের কসবা থানা পুলিশে সোর্পদ করা হয়।

আটককৃতরা হলেন, খোকন (৪০), হরিজন (৬০), জয়দন (৪৫), বিবিচরণ (৫০), পারবতী দাস (৩০), রুপালী দাস (১০), কৃষ্ণ দাস (৭), স্বরবাণী (১১) ও মধুসূদন (৯)। আটককৃতরা  বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়।

পুলিশ জানান, আটকদের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তারা গত সপ্তাহে বিনা পাসপোর্টে বেড়ানোর উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল। শুক্রবার রাতে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় বিজিবি তাদের আটক করে। অবৈধভাবে ভারত এবং বাংলাদেশে আসা যাওয়ায় সহযোগিতা করার দায়ে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের আলফাজ মিয়ার ছেলে মো. খোকন মিয়াকেও (দালাল) আটক করা হয়। 

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সালদা বিজির ক্যাম্পের ল্যান্স নায়েক মো. আব্দুর রহিম বাদী হয়ে অবৈধভাবে বিনা পাসপোর্টে দুই দেশে আসা-যাওয়ার অপরাধে থানায় মামলা দায়ের করেছেন।

Bootstrap Image Preview