Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিদ্ধিরগঞ্জে স্পিরিট পানে ২ যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৮:৪৭ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৯:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত নেশার জন্য বীয়ারের সাথে স্পিরিট পান করে ২ যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারী) রাতে পুলিশ বাদি হয়ে স্পিরিট সরবরাহকারী প্রতিষ্ঠান হিরো কসমেটিকস এন্ড কেমিক্যালের মালিক অভিযুক্ত হিরো হাওলাদারসহ দুইজনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করে। মামলা নং-৬৮।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া এলাকার আমিনুল হকের মেয়ে আইরিন হক ববির বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার ছেলে নাহিদ (২২) বন্ধু-বান্ধবসহ অন্যান্য অতিথিদের নিয়ে বীয়ার পানের আয়োজন করে।

ওই অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপান পান করে চার যুবক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে আশিক ও আকিব মারা যান। অন্য দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিহত আকিব ঢাকার ধানমণ্ডির ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিএসসি (সিভিল ইঞ্জিনিয়ার) প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হিরো কসমেটিকস অ্যান্ড কেমিকেলের মালিক হিরো হাওলাদার এবং আমিনুল হকের ছেলে নাহিদসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে ১২টি বিয়ারের খালি ক্যান ও হিরো হাওলাদারের কসমেটিকস কারখানা থেকে ৪ লিটার স্পিরিট জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিন শাহ পারভেজ জানান, গায়েহলুদের অনুষ্ঠানে বিয়ারের সঙ্গে স্পিরিট পানে ২ যুবকের মৃত্যু ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview