Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে মুক্তিযোদ্ধাদের ভালোবাসায় সংবর্ধিত হলেন এমপি তুহিন  

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:১৮ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:১৮ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মুক্তিযোদ্ধাদের ভালোবাসায় সংবর্ধিত হলেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

শুক্রবার (২৫ জানুয়ারি) নান্দাইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নব অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ এমপি তুহিনকে সংবর্ধনা প্রদান করেন।

প্রধান অতিথি আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন বলেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার স্বপক্ষে কাজ করে, মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী বলেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মানের উর্ধ্বে রেখে প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য কমপ্লেক্স ভবন, মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ ও মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি সহ বিভিন্নভাবে তাদের পাশে থেকেছেন।

এছাড়া তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামকে শহর বানানোর পরিকল্পনা যাতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা তা নষ্ট করতে না পারে সেজন্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদেরসহ সকলকে সর্তক এবং উন্নয়নের ধারা বজায় রাখতে সহযোগীতা কামনা করেন।

মুক্তিযোদ্ধা সংসদ নান্দাইল উপজেলা কমান্ড সমন্বয় কমিটির আহ্বায়ক মাজহারুল হক ফকিরের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা কমান্ড আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন কমান্ডার, নান্দাইল পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক উদ্দিন ভূইয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডার হাজী গাজী আব্দুস সালাম ভূইয়া বীরপ্রতীক, সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন প্রমুখ। এছাড়া নান্দাইলের সকল মুক্তিযোদ্ধাগণ, নান্দাইল প্রেসক্লাব (চৌরাস্তা) সদস্য সাংবাদিক আবু হানিফ সরকার, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটি নান্দাইল উপজেলা শাখার সভাপতি মো. শাহ আলম ও সাধারন সম্পাদক কাদির ভূইয়া সহ মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভার শুরুতে চিরবিদায়ী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরন করে এক মিনিট নীরবতা পালন করে তাঁদেরকে সম্মান প্রদর্শন করা হয়।

Bootstrap Image Preview