Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাউফলে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত 

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:০০ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:০০ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্থরা জানান এতে প্রায় কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। 

শুক্রবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কালিশুরী ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রাসহ বাউফল এবং দশমিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস।

এদিকে বাজারে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হওয়ায় বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বাউফল উপজেলা ফায়ার সার্ভিসের সহকারী সুপার সেলিম মোল্লা জানান, সরকারী সম্পত্তি বিনস্ট করার অভিযোগে এ ঘটনায় মামলা হবে।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস কান্তি দে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার কালিশুরী ইউনিয়নের কুমারখালী বাজারে অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। 

Bootstrap Image Preview