Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`আমি শাসক নই জনগণের সেবক হতে চাই’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৪:২৯ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৪:২৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


‘আমি শাসক নই, আমি জনগণের সেবক হতে চাই। আমার পরিচয়, আপনাদের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। ৫ বছরের জন্য সেবা করার জন্য আমাকে নির্বাচিত করেছেন’ বলে মন্তব্য করেছে জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের পক্ষের লোক। আমি সাম্প্রদায়িকতা, ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে। সন্ত্রাসী, জঙ্গিবাদের বিরুদ্ধে। আমি চায়, গণতন্ত্র অক্ষুন্ন করে, অসাম্প্রদায়িক চেতনার একটি সোনার বাংলাদেশ গড়তে।’

তিনি শুক্রবার দুপুর ১২টায় ভেড়ামারার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি সকল মাধ্যমিক স্কুল জাতীয়করনের দাবি জানান।

জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, সহকারী কমিশনার ভূমি রাসেল মিয়া, নারী জোটের আহবায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব মহসীন আলী, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ভেড়ামারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়মারা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, কফেজান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, সালাউদ্দীন প্রমুখ।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি প্রথম ভেড়ামারায় পৌঁছালে তাকে বরণ করে নেয় হাজারো জাসদ নেতকর্মী। এরপর প্রায় সহস্রাধিক মোটর সাইকেলের বিশাল শোভাযাত্রার মাধ্যমে তিনি গোলাপনগরস্থ বাসভবনে যান। এরপর থেকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি বিভিন্ন শ্রেণি-পেশার হাসানুল হক ইনুকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসে।

Bootstrap Image Preview