Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি না আসলেও উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: এইচটি ইমাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৩:১২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিএনপি উপজেলা নির্বাচনে আসবে কি আসবে না সেটি তাদের ব্যাপার। দেশে অনেক রাজনৈতিক দল আছে, আমার মনে হয় নির্বাচন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ।

শুক্রবার দুপুরে ধানমাণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এইচটি ইমাম আরও বলেন, বিএনপি দলগতভাবে না গেলেও তাদের অনেকেই নির্বাচনে অংশ নেবে।

এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপসংক্রান্ত এক প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হবে এটি আমি বলিনি। আমি বলেছিলাম- চায়ের আমন্ত্রণ জানানো হতে পারে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়ে বিএনপি আত্মহননের পথ বেছে নিয়েছে।

হাছান মাহমুদ আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যেমন আত্মহননের মতো কাজ করেছিল। এবারও তারা একই ভুলের পুনরাবৃত্তি করল উপজেলা নির্বাচন বয়কট করে।

এর আগে ধানমণ্ডির কার্যালযে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview