Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি সর্বানাশা ও আত্মঘাতী পথ বেছে নিয়েছে: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০২:০৮ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০২:০৮ PM

bdmorning Image Preview


নির্বাচন বয়কটের মধ্যদিয়ে বিএনপি নিজেদের আরও সংকুচিত করার পথ, সর্বানাশা ও আত্মঘাতী পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মুসলিম লীগও একটি বড় দল ছিল। সংকুচিত হয়ে তাদের অস্তিত্ব প্রায় বিরল প্রজাতির প্রাণির মতো বিলুপ্ত হতে যাচ্ছে। বিএনপিও মুসলিম লীগের মতো পরিণতির দিকে যাচ্ছে কী না। নির্বাচন বয়কটের মধ্যদিয়ে তারাতো নিজেদেরকে আরো সংকুচিত করার পথ, সর্বনাশা পথ, আত্মঘাতী পথ বেছে নিয়েছে। এ কারণে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করার অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন, ঢাকা সিটি নির্বাচন, কিশোরগঞ্জে উপ নির্বাচন আছে। আমি উপ নির্বাচন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, উপজেলা নির্বাচনসহ সকল ধরনের নির্বাচনে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি।

'কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না' বিএনপি মহাসচিবের এমন ঘোষণার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে মহাপরাজয়ের পর তাদের অবস্থা এখন মহাবিপর্যয়ে পড়ার মতো। তারা আসলে রাজনীতির মহাদুর্যোগে পতিত হয়েছে এবং তারা দিশেহারা হয়ে পড়েছে। পথিক যেমন পথ হারিয়ে দিশেহারা হয়ে যায়, নির্বাচনে পরাজয়ের পর বিএনপির অবস্থাও সেরকম।

মন্ত্রীর সঙ্গে এসময় সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী কামরুন্নাহার মুন্নি, স্থানীয় কাউন্সিলর কাওসার আহমেদ, নাসির উদ্দিন মোল্লাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview