Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৩৯ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৩৯ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাষণে প্রধানমন্ত্রী কোন বিষয় প্রাধান্য দেবেন প্রেস সচিব সেটি না জানালেও আওয়ামী লীগের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী তার ভাষণে নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে দুর্নীতি রোধ, সুশাসন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করবেন। এ ছাড়া দেশ গঠনে তিনি দেশবাসীর কাছে সহায়তাও চাইবেন।

গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে ৭ জানুয়ারি সরকার গঠন করে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে নির্বাচনে জিতে প্রথম প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছেন শেখ হাসিনা।

Bootstrap Image Preview