Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচন ৩০ জানুয়ারি, ১৫ পদে ৩৮ প্রার্থী

চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১০:২৪ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১০:২৪ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা কমিটি। এতে ১৫ পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্ধন্দ্বিতা করছেন।

জানা যায়, সভাপতি পদে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, পূর্বদেশ পত্রিকার যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ ইউসুফী, জসীম চৌধুরী সবুজ, সিনিয়র সহ-সভাপতি পদে আসিফ সিরাজ ও সালাউদ্দিন মো. রেজা, সহ-সভাপতি পদে নিরুপম দাশ গুপ্ত ও মনজুর কাদের মনজু, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শুকলাল দাশ, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, যুগ্ন সম্পাদক পদে আলমগীর সবুজ, নজরুল ইসলাম ও শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক পদে তৌফিকুল ইসলাম বাবর ও দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ শাহ আজম ও রুপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু ও রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক পদে জসীম উদ্দিন ছিদ্দিকী, মো. শওকত ওসমান, শহীদুল ইসলাম ও রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে মো. আয়ুব আলী ও রোকসারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান ও মিন্টু চৌধুরী।

এ ছাড়া কার্যকরী সদস্যের ৪টি পদে মঞ্জুরুল আলম মঞ্জু, আবুল মনসুর, আল রহমান, কামাল উদ্দিন খোকন, মইনুদ্দিন কাদেরী শওকত, মোহাম্মদ আলী, মো.শামসুল ইসলাম, রাজেশ চক্রবর্তী, শামশুল হুদা মিন্টু ও স.ম ইব্রাহীম ও তাপস বড়ুয়া রুমু।

নির্বাচন পরিচালনা কমিটি জানায়, এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ওমর কায়সার। সদস্য হিসাবে রয়েছেন জালাল উদ্দিন আহমদ চৌধুরী, নিযাম উদ্দিন ও জাকির হোসেন লুলু।

Bootstrap Image Preview