Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোন ধরণের নির্বাচনে যাচ্ছে না বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৯:৩৬ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৯:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে ও আসন্ন উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি।

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতি কার্যালয়ে দলটি স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত গত নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফল ঘটেনি। নির্বাচনও সুষ্ঠু হয়নি।’

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে আমরা ডিএনসিসির উপ-নির্বাচনে যাবো না। কিশোরগঞ্জ-১ আসনে পুনঃনির্বাচন ও আসন্ন উপজেলা নির্বাচনেও যাব না।’

এর আগে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় বিএনপির স্থানীয় কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ড. মঈন খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, এর আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপি কোন ধরণের নির্বাচনে যাবে কি না এই  ব্যাপারে তারেক জিয়ার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। 

Bootstrap Image Preview