Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেত্রী তার দূরদর্শিতার পরিচয় দিয়ে নতুন মন্ত্রিসভা করেছেন: নাহিদ

গোলাপগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৮:০১ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৮:০৮ PM

bdmorning Image Preview


সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নেত্রী তার দূরদর্শিতার পরিচয় দিয়ে নতুন মন্ত্রিসভা করেছেন। আমি মন্ত্রীত্ব হারিয়ে অখুশি নই। কারণ নতুন নেতৃত্ব বেরিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনত্তোর কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার ১০ বছর শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে ভারতে ৬ বার শিক্ষামন্ত্রী রদবদল করা হয়। কেউ তো সারা জীবন মন্ত্রী থাকেন না। যে লক্ষ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, তার সবগুলো লক্ষ্যই এখন পূরণ হবে। জনগণ যে রায় দিয়ে তা বাস্তবায়ন করব। দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ, আর জনগণ শক্তি। আমাদের এমন কাজ করা যাবে না যাতে দলের ক্ষতি হয়। আমাদের মাঠে ফসল আছে বলেই এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হতে পেরেছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপামর জনতা আওয়ামী লীগকে একতরফাভাবে গ্রহণ করেছে। এ বিজয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে দেশকে  ক্ষুদা ও দারিদ্রমুক্ত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। বিগত সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে এখন তার থেকেও অধিক উন্নয়ন হবে।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমেদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওদুদ, দফতর সম্পাদক আকবর আলী ফখর, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সিলেট মহানগর যুবমহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শিলা প্রমুখ।

Bootstrap Image Preview