Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'খেলাধুলা থেকে শিক্ষার্থীদের জাতীয়তা বোধের জন্ম হয়'

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৭:২৯ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৭:২৯ PM

bdmorning Image Preview


বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, বর্তমানে খেলাধুলা শুধু চিত্ত বিনোদন বা শরীর গঠন করে না, আরও বৃহত্তর জগতে পরিচিত হতে সাহায্য করে। খেলাধুলার মাধ্যমে জাতীয়তাবোধ গড়ে ওঠে। এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা হয়। 

খেলাধুলা থেকে ছাত্র-ছাত্রীদের জাতীয়তা বোধের জন্ম হয়। ছাত্রজীবনে অনাবিল আনন্দ দিতে পারে একমাত্র খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে শরীর সুগঠিত হয় এবং নৈতিকতা, সহমর্মিতা, সহানুভূতি ও ভাতৃত্ববোধের জন্ম হয়। এইসব গুণের বিকাশের মধ্যে দিয়েই তৈরি হয় একজন প্রকৃত মানুষ। আধুনিক সমাজে তাই খেলাধূলার গুরুত্ব দিন দিন বাড়ছে। 

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার ধুনট উপজেলায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ উপলক্ষে ধুনট উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা'র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম সোবহান, সবুজ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



 

Bootstrap Image Preview