Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুঁপিয়ে কাঁদলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৬:৩২ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নতুন মেয়াদে মন্ত্রী পরিষদ গঠনের পরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নিজ নির্বাচনী এলাকা দিনাজপুরের বোঁচাগঞ্জে এক বিশাল সংবর্ধনা সভায় নিজে কাঁদলেন এবং উপস্থিত হাজারো মানুষকে কাঁদালেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

তার বাবা সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও নির্যাতনের কথা, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নির্মমভাবে হত্যার বর্ণনা দিতে গিয়ে আবেগাআপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এই আবেগে আপ্লুত হয়ে সেতাবগঞ্জ বড়মাঠে উপস্থিত হাজার হাজার জনতারও চোখে জ্বল চলে আসে। তারাও কান্নায় ভেঙে পড়েন। এসময় এক মিনিটেরও বেশি সময় ধরে পিনপতন স্তব্ধ হয়ে পড়ে গোটা সংবর্ধনাস্থল।

দিনাজপুর-২ আসনের টানা তিনবারের মতো নির্বাচিত সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী এবার নৌ-পরিবহন প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় বৃহস্পতিবার তার নিজ নির্বাচনী এলাকা বোঁচগঞ্জ উপজেলায় এক বিশাল সংবর্ধনা সভার আয়োজন করে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ।

তাদের প্রিয় নেতাকে সংবর্ধনা জানানোর জন্য ও প্রতিমন্ত্রী হিসেবে একনজর দেখার জন্য সকাল থেকে উপজেলার সেতাবগঞ্জ বড় মাঠে সমবেত হতে শুরু করে ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ।

বেলা ১১টা বাজতে না বাজতেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আবাল, বৃদ্ধ, বনিতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সেতাবগঞ্জ বড় মাঠ।

প্রিয় নেতা ও প্রিয় জনপ্রতিনিধিকে সংবর্ধনা জানাতে ফুল নিয়ে উপস্থিত হয় উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে ফুলেল শুভেচ্ছা জানানোর পালা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় মোড়ানো ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন খালিদ মাহমুদ চৌধুরী।

ফুলেল শুভেচ্ছার পর বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধারা এদেশকে নিজের জীবন দিয়ে স্বাধীন করেছেন। কিন্তু সেই মুক্তিযোদ্ধারা এই সোনার বাংলা দেখে যেতে পারেনি। তাই জাতি হিসেবে আমরা অনেক ঋণী। একটি সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে আমাদের সেই ঋণ পরিশোধ করতে হবে।

খালিদ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দায়িত্ব নিয়েছেন। তার প্রতি দেশের মানুষ বিশ্বাস ও আস্থা রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটিই স্বপ্ন- বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ একটি স্বনির্ভর সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। আমরা কথা দিতে চাই- তার এই স্বপ্ন বাস্তবায়নে আমরা তার পাশে আছি এবং থাকবো। তার প্রতি আমরা সমর্থন দিয়েই যাবো।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আযাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমউদ্দীন শাহ, সাধারণ সম্পাদক আফসার আলী প্রমুখ।

বিকেলে তার নির্বাচনী এলাকার বিরল উপজেলায় অপর এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালিদ মাহমুদ। এছাড়াও বিরল ও বোঁচাগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।

Bootstrap Image Preview