Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাস্তা নির্মাণের অনুমোদন অন্যত্র যাওয়ায় এলাকাবাসীর প্রতিবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৬:০১ PM

bdmorning Image Preview


স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর থেকে 'পাকা রাস্তা' নিমার্ণের কাজ অনুমোদন পাওয়ার পর সেটি অন্যত্র সড়িয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দারা এ মানববন্ধন কমূসচি পালন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে গ্রামের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহাব, আকিম উদ্দীন, শরিফুল ইসলাম, গুলজার হোসেন, রেহেনা পারভীন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে ২০১৮ সালের ৮ জানুয়ারি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর থেকে ‘নওডাঙ্গা মসজিদ থেকে জগন্নাথপুর ব্রিজ’ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের অনুমোদন দেওয়া হয়। এরপর স্থানীয় চেয়ারম্যানসহ প্রভাবশালী ব্যক্তিরা অনুমোদন পাওয়া রাস্তাটি অন্যত্র সড়িয়ে নিয়ে যাওয়ার পায়তারা করছেন। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অনুমোদনকৃত রাস্তা পাকাকরণ কাজ শুরুর করার দাবি করেন তারা।

Bootstrap Image Preview