Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিএসসিসির ১৮টি ওয়ার্ড হবে আধুনিক ঢাকা: সাঈদ খোকন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview


আগামী ২০৩০ সালের মধ্যে ঢাকা দক্ষিণের নবগঠিত ১৮টি ওয়ার্ড আধুনিক ঢাকা শহর হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, এ লক্ষ্যে পরিকল্পনা প্রনয়ন করে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে শুধু ঢাকা-৪ এর বাবলা সাহেবের নির্বাচনী এলাকার নবগঠিত দুইটি ওয়ার্ডে দেড়শ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) শ্যামপুর বালুর মাঠে শ্যামপুর-কদমতলী শিল্প মালিক সমিতি আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী দশ দিনের মধ্যে শ্যামপুর শিল্প এলাকায় আরো ২০ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হবে। এসব কাজ সম্পূর্ণ হলে পুরোপুরি বদলে যাবে শ্যামপুর-কদমতলীর বর্তমান চিত্র।

চলমান মেট্রোরেল প্রকল্প ও এলিভেটেড এক্সপ্রেস শ্যামপুর-কদমতলী পর্যন্ত বিস্তৃতি করা হবে জানিয়ে তিনি আরো বলেন, যাতে করে এ এলাকার মানুষ দ্রুত রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারে।

এ সময় বুড়িগঙ্গাকে বাচানোর স্বার্থে শিল্পকারখানার বর্জ্য যাতে বুড়িগঙ্গা নদীতে না পড়ে সেজন্য প্রতিটি কলকারখানায় ইটিপি প্লাস বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।

Bootstrap Image Preview