Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৪:৪০ PM

bdmorning Image Preview
প্রতীকী


বান্দরবানে নতুন সংযোগ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের বাস স্টেসন সংলগ্ন লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক আরাবির বাড়ি কুষ্টিয়া জেলার দহল বাড়ি গ্রামের জানা যায়।

স্থানীয়রা জানায়, শহরের লাল ব্রিজ এলাকায় বিদ্যুতের সঞ্চালন লাইনের মেরামতের কাজ করছিল শ্রমিক মোঃ অরাবি ইসলাম। কাজ করার এক পর্যায়ে বৈদ্যুতিক তারে হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হয়ে গেলে ঘটনাস্থলেই শ্রমিক অরাবি ইসলাম মারা যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্য ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী চিংলা মং মারমা জানান, চট্টগ্রামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের আওতায় জেলা শহর থেকে বন প্রপাত এলাকা পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনে নতুন তার লাগাচ্ছিল শ্রমিক মোঃ অরাবি ইসলামসহ আরও ৩ শ্রমিক। কিন্তু হঠাৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ চালু হয়ে গেলে ঘটনাস্থলেই পুড়ে মারা যায় আরাবি ইসলাম। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে কর্মকর্তরা জানিয়েছেন।

Bootstrap Image Preview