Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে পরিত্যক্ত ঘোষণার পরও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০২:১০ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০২:১২ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪৮নং সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ স্বল্পতার কারণে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কোমলমতী শিক্ষার্থীদের পাঠদান। প্রায় ৩ বছর ধরে এ ভবনটি পরিত্যক্ত হয়ে আছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ২২২জন শিক্ষার্থীদের জন্য দুটি ভবন রয়েছে। এরমধ্যে একটি ভবন পরিত্যক্ত হয়ে আছে। অন্যটিতে ৩টি কক্ষ রয়েছে, ২টি শ্রেণী কক্ষ ও একটি অফিস কক্ষ। কক্ষ কম থাকায় ১ম ও ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করানো হচ্ছে। বিগত ৪ বছর আগে মৌখিকভাবে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী। এরপর ২ বছর পর্যন্ত এই ভবনে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এবিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, শ্রেণী কক্ষ কম থাকায় শুধু এই সৃজনে একটি কক্ষ ব্যবহার করেছিলাম। বৃষ্টি ও বর্ষার সময় এই ভবনে পাঠদান বন্ধ থাকে। শনিবার থেকে ঝুঁকিপূর্ণ ভবনে আর কোনদিন শিক্ষার্থীদের বসানো হবে না।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম বলেন, ভবনের জন্য আমরা চিঠি পাঠিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা ভবন পাবো বলে আশা করছি। আর ঝুঁকিপূর্ণ ভবনে কোন প্রকার পাঠদান চলবে না।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। 

Bootstrap Image Preview