Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিএনসিসি উপ-নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ৫ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০২:০১ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০২:০১ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম, রাসেল আশেকী সহ পাঁচ জন।

এর আগে মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল দিয়েছিল নির্বাচন কমিশন।

ওই তফসিলের বৈধতা চ্যালঞ্জ করে এবং তফসিলের কার্যকরিতার ওপর স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

তাদের আবেদনের ওপর শুনানি করে গতবছর ১৭ জানুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে দেয়।

ওই নির্বাচনের তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়।

হাই কোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে গেলে সেখানে হাই কোর্টের দেওয়া রুল ‘দ্রুত নিষ্পত্তির’ আদেশ আসে। পরে স্থগিতাদেশের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।

এর ধারাবাহিকতায় গত বুধবার বিষয়টি রুল শুনানির জন্য বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চে ওঠে। কিন্তু রিটকারী বা নির্বাচন কমিশনের পক্ষে কেউ আদালতে না থাকায় আদালত রুল খারিজ করে দেয়ায়, উত্তর সিটি নির্বাচনের পথ খুলে যায়।

এর পরেই ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে দলীয় মনোনয়ন বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

২৩ জানুয়ারি থেকে ২৫জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।

দ্বিতীয় দিনে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে আতিকুল ইসলামের পক্ষে তার চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন যুবরাজ মনোনয়ন ফরম কিনেছেন।

এছাড়া উত্তরের মেয়র পদে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক রাসেল আশেকী, ব্যবসায়ী আদম তমিজী হক, ভাসান টেক থানা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াদ আলী ফকির, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক নেতা কুতুব উদ্দিন নান্নু।

উপ-নির্বাচনের ফরম নিতে এসে আওয়মী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক রাসেল আশেকী বলেন, "দলের মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে সিটি কর্পোরেশন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। ঢাকা উত্তর সিটিকে শান্তির শহর,সম্প্রীতির শহর, সংস্কৃতির শহর হিসেবে গড়ে তুলবো।"

Bootstrap Image Preview