Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শার্শায় পল্লী ক্লিনিক থেকে নবজাতক চুরি

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০১:১৫ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


যশোরের শার্শা উপজেলার একটি বেসরকারি ক্লিনিক থেকে এক নবজাতক চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে শার্শা উপজেলার নাভারণ বাজারের ‘পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার’ থেকে শিশুটি চুরি হয়েছে।

শার্শা উপজেলার মানকিয়া গ্রামের নবজাতকের পিতা শরিফুল ইসলাম বলেন, আমার স্ত্রী নাসরিন বেগমের প্রসব বেদনা উঠলে বুধবার ভোরে নাভারণে পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করা হয়।  সকাল ১০টার দিকে সিজারিয়ানের মাধ্যমে একটা কন্যা সন্তানের জন্ম হয়। এর কিছুক্ষণ পর আদর করার নামে অপরিচিত এক নারী খালার কোল থেকে নবজাতকটিকে তার কোলে নেন। স্বজনদের ভিড়ের মধ্যে কৌশলে ওই নারী নবজাতকটি নিয়ে পালিয়ে যান। পরে আশপাশ এলাকায় অনেক খোঁজাখুঁজির পরও ওই নারী ও নবজাতকটিকে পাওয়া যায়নি।

পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের তত্বাবধায়ক আব্দুল হামিদ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দেন প্রসূতি নাসরিন। সন্তানটি আমরা তাদের হাতে তুলে দেই। এর ঘন্টা দুই পরে শুনছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, এ ক্লিনিকটির বিরুদ্ধে আগে ভুল চিকিৎসা ও অনিয়মের অনেক অভিযোগ রয়েছে। ভুল চিকিৎসায় কয়েকজন মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। এত বড় একটি ক্লিনিক, অথচ সেখানে কোনো সিসি ক্যামেরা নেই।

চুরি হওয়া নবজাতকটির স্বজনরা জানান, শিশু চুরির ঘটনায় ক্লিনিক মালিককে তারা দোষারোপ করলে তাদের লোকজন হুমকি দিচ্ছে। পুলিশও সেভাবে অভিযোগ আমলে নিচ্ছে না।

শার্শা থানার এসআই তারিক বিকাল ৫টায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবজাতকটি উদ্ধারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview