Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোনালি আঁশের সোনালি অতীত ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১২:২৪ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১২:২৪ PM

bdmorning Image Preview


বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘সোনালি আঁশ’ হিসেবে পরিচিত পাটের যে সোনালি অতীত এক সময় ছিল, সেই অতীত ফিরিয়ে আনতে চাই।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাট দিবসের কর্মসূচি চূড়ান্ত করতে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

এসময় পাটমন্ত্রী বলেন, একসময় পাট ছিল সোনালি আঁশ, বড় অঙ্কের আয়ের মাধ্যম। পাটকে সেই অতীতের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যেতে চাই। এই শিল্পকে এগিয়ে নিতে দেশবাসীর সহযোগিতা চাই।

তিনি বলেন, আমাদের দেশে পাট থেকে যে বড় অঙ্কের অর্থ আসত, পাকিস্তান আসলে তা পশ্চিম পাকিস্তানিরাই নিয়ে যেত। একাত্তরে আমরা দেশের জন্য যেমন যুদ্ধ করেছি, তেমনি এই পাটের জন্যও যুদ্ধ করেছি। আমাদের পাট থেকে পাওয়া অর্থ যেন আমাদের কাছেই থাকে, তার জন্য লড়াই করেছি।

মন্ত্রী আরো বলেন, পাট শিল্পে বর্তমানে আমরা অনেক পিছিয়ে আছি। কিন্তু নতুন নতুন প্রযুক্তি এসেছে, সেগুলো ব্যবহার করে পাট শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমি আশাবাদী। সবাই এগিয়ে এলে পাট শিল্পকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

এ বছর ৬ মার্চ অনুষ্ঠিত হবে জাতীয় পাট দিবস। দিবসের আগে আগামী ৪ মার্চ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে দিবসটির কর্মসূচি তুলে ধরা হবে। দিবসের আগের দিন ৫ মার্চ অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র‌্যালি। ঢাকার বাইরে দেশব্যাপী পাট র‌্যালি অনুষ্ঠিত হবে ৬ মার্চ। একই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় পাট দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান। 

এছাড়া, ৬ ও ৭ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বহুমুখী পাটপণ্য মেলা। ৭ মার্চ মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।

Bootstrap Image Preview