Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথম সফরেই ভারত যাবেন নতুন পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১২:১৫ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১২:১৫ PM

bdmorning Image Preview


জাতীয় নির্বাচনে বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ধন্যবাদ দিয়েছেন।তার দেশ সফরের আমন্ত্রণ জনিয়েছেন। আমি বন্ধুত্বের কারণে একটি সিদ্ধান্ত নিয়েছি- আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার প্রথম সফরে ভারতে যাব বলে ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ভারত হলো আমাদের বন্ধু রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক৷ সংস্কৃতি বলুন, ভাষাগত বলুন- বিভিন্নভাবে আমরা ভারতের সঙ্গে সম্পৃক্ত।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে নতুন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত, বাণিজ্য ও পানি নিয়ে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। এগুলো প্রতিবেশী দেশের মধ্যে থাকে। কিন্তু যদি মন উদার থাকে, মন ঠিক থাকে, সম্পর্ক যদি মধুর থাকে, তা হলে সব সমস্যা আপনাতেই শেষ হয়।

আমি প্রায়ই বলে থাকি- আপনার বউয়ের সঙ্গে যদি সম্পর্ক মধুর থাকে, আপনার ছোটখাটো সমস্যাগুলো এমনিতেই সমাধান হয়ে যাবে। আর সম্পর্ক যদি তিক্ত হয়, তা হলে ছোট অসুবিধাটাও বড় আকারে দেখা দেয়।

আমাদের ৫৪টা নদী। তিস্তা নিয়ে আমাদের মধ্যে অনেক আলাপ-আলোচনা হয়েছে। একপর্যায়ে এটির সমাধানের পথ মোটামুটিভাবে নির্ধারিত হয়েছিল। ওদেরও অসুবিধা আছে। আমাদেরও অসুবিধা আছে।

আমরা ইউএন-এতে একটি সিদ্ধান্ত নিয়েছি যে, অঞ্চলের অববাহিকায় যারা থাকে, তাদের মঙ্গলের জন্য এই ওয়াটার শেয়ারিং হবে। আমার বিশ্বাস- এটি ওরাও যেমন চিন্তাভাবনা করছে, আমরাও চিন্তা করছি। এগুলো সমস্যা আর সমস্যা থাকবে না।

Bootstrap Image Preview