Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আলোচনার পর উত্তর সিটি উপ-নির্বাচনের সিদ্ধান্ত: ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১১:২৬ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১১:২৬ AM

bdmorning Image Preview


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে কী না, এ নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত জানানো হবে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে বনানী গোরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক আছে, বৈঠকে আলোচনার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। দিনটিকে কেন্দ্র করে বিএনপি দোয়া মাহফিল আয়োজন করেছে।

এ সময় আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল।

বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, উপদেষ্টা ডা. আবদুল কুদ্দুস, তাবিথ আউয়াল, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ ছাত্রদল ও যুবদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview