Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই নেতার তর্ক থামাতে ‘কলার ধরেন’ ফখরুল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ১০:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব বগুড়া-৬ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন মির্জা ফখরুল। এরপর আজ ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পথে বগুড়ার একটি পাঁচতারকা হোটেলে যাত্রাবিরতির সময় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। সেখানে হোটেলের লিফটে বগুড়া বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলামের কলার ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর এ নিয়ে গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়। তৈরি হয় ধোঁয়াশা।

জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বিতণ্ডায় জড়ান। এরপর তাদের থামাতে একপর্যায়ে বগুড়া বিএনপি সভাপতির জ্যাকেটের সামনের অংশ ধরেন ফখরুল।

আজ বুধবার বেলা একটার দিকে বগুড়ার পাঁচতারকা হোটেল মম ইনের লিফটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার কিছু আগে বগুড়া শহরতলির নওদাপাড়া এলাকায় পাঁচতারকা হোটেল মম ইন এ পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু সময় বিশ্রাম শেষে হোটেলের সাত তলায় কনফারেন্স রুমে মতবিনিময় সভায় যোগ দিতে লিফটে ওঠেন।

লিফটে ওঠার পর মহাসচিবের আসার বিষয়টি তাঁকে কেন জানানো হয়নি—সেই বিষয়ে বগুড়া বিএনপি সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের কাছে জানতে চান সভাপতি সাইফুল ইসলাম । এ নিয়ে দুই নেতার মধ্যে বিতণ্ডা বাঁধে। একপর্যায়ে সাইফুল ইসলাম উত্তেজিত হয়ে পড়লে মির্জা ফখরুল তাঁকে চুপ থাকতে বলেন এবং জ্যাকেটের সামনের অংশ টেনে ধরে সাইফুলকে থামানোর চেষ্টা করেন।

এ সময় তাঁর ব্যক্তিগত সহকারী, নিরাপত্তা কর্মী ছাড়াও ছিলেন বগুড়া পৌরসভার মেয়র একে এম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহসভাপতি আলী আজগর তালুকদারসহ কয়েকজন নেতা।

এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লিফটে বগুড়া জেলা বিএনপির সম্পাদক জয়নাল আবেদীনের সঙ্গে সভাপতি সাইফুল ইসলামের তর্ক বাধে। আমি সাইফুল ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য জ্যাকেটে হাত দিয়ে বলেছি, এখানে মিডিয়ার লোকজন রয়েছে, তোমরা থাম। এর বেশি কিছু হয়নি।এসময় মিডিয়ায় প্রকাশিত সংবাদ নিয়ে প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

এছাড়াও ‘বগুড়া বিএনপি সভাপতির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন মির্জা ফখরুল’ এমন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম।

বুধবার সন্ধ্যার দিকে নিজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা বিএনপি সভাপতি বলেন, বুধবার অনলাইনে ‘বগুড়ার নেতার সঙ্গে বিতণ্ডায় মির্জা ফখরুল’ শীর্ষক খবরের তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের ভিত্তিহীন খবর পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

‘বিএনপি মহাসচিব একজন সম্মানিত ব্যক্তি। উনার সঙ্গে বাকবিতণ্ডার প্রশ্নই আসে না। উনাকে আমরা সবাই শ্রদ্ধা করি। উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। উনাকে কেন্দ্র করে যে খবর পরিবেশন করা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেন বগুড়া জেলা বিএনপি সভাপতি’।

এ ব্যাপারে সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মহাসচিবের কর্মসূচির ব্যাপারে আমার সঙ্গে আগে থেকে কেন কথা বলা হয়নি, সে বিষয়টি জেলা সম্পাদক জয়নাল আবেদীনের কাছে জানতে চেয়েছিলাম। সে সময় মহাসচিব আমাকে থামিয়ে দিয়ে বলেন, “সাইফুল তুমি থাম তো”!’

বগুড়া জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, দলীয় মহাসচিবের সামনে জেলা সভাপতির এ ধরনের আচরণ দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

Bootstrap Image Preview