Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যৌতুকের দাবিতে স্ত্রীকে বেঁধে মাঠের মধ্যে নিয়ে হত্যা চেষ্টা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৭:৫০ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৭:৫০ PM

bdmorning Image Preview
প্রতীকী


সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুকুরিয়া গ্রামে রেনু বেগম (৪৮) নামক এক গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে স্ত্রী প্রকৃতির ডাকে ঘর থেকে বাহিরে আসা মাত্রই স্বামী তার মুখ বেঁধে মাঠের মধ্যে নিয়ে রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও পায়ে আঘাত করে রক্তাক্ত করে।

পরে রেনুর চিৎকার শুনে ঘটনার পাশেই থাকা কারি কাসেম এগিয়ে আসলে স্বামী আঃ মালেক পালিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আশা হয়।

স্থানীয়রা জানায়, রেহাইপুখুরিয়া গ্রামের মোঃ ফজলের ছেলে আঃ মালেকের (৫৩) সাথে রেনু বেগম (৪৮) বিবাহ হয়। তারপর থেকেই বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য মারধর করে রেনু বেগমকে। ৩ সন্তানের জননী রেনু বেগমের ওপর নির্যাতন দেখে তার ভাই শহিদুল মাতব্বদের সাথে নিয়ে ৫৫ হাজার টাকা ও একটি ঘর দিয়ে দেয় বাড়ি করার জন্য।

প্রত্যেক্ষদর্শী কারি কাশেম জানান, আমি রাতে প্রকৃতির ডাকে বাহিরে আসলে মানুষের শব্দ পেয়ে এগিয়ে যাই। আমাকে দেখে আঃ মালেক পালিয়ে যায়। রেনু বেগমকে আহত দেখতে পেয়ে তার ভাই শহিদুলকে খবর দেই।

চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ এসএম মামুন জানান, রেনু বেগমের দুই পা ও হাত ভেঙে ফেলা হয়েছে। মাথায় কয়েকটি যায়গায় ক্ষত হয়েছে।

চৌহালী থানার ওসি (তদন্ত) হাসিবুল্লা হাসিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনা শুনেছি৷ তবে এ পযন্ত কেউ থানায় অভিযোগ আসেনি। অভিযোগ করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Bootstrap Image Preview