Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক ৩

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৬:৩৯ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৬:৩৯ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে এবার অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৩ জানুয়ারি) ভোরে সীমান্তের শিকড়ীর একটি মাঠের মধ্যে থেকে এ ফেনসিডিলসহ তাদেরকে আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন, আমড়াখালীর আবু তাহের মুন্সীর ছেলে আল আমিন (২২), আলী হোসেনের ছেলে আবু মুসা হোসেন (২৫) ও পান্তাপাড়ার আশরাফুল হোসেনের ছেলে মুক্তার হোসেন (২২)।

২১- বিজিবি ব্যাটালিয়ন পরিচালক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি- শিকড়ি একটি মাঠে চোরাকারবারিরা বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। এমন সংবাদে পুটখালী বিওপি'র একটি টহল দল সেখানে অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টাকালে বিজিবি সদস্যগণ ২৭৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৩ জনকে আটক করে। এ সময় দলে থাকা অপর ১ চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক আসামি ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Bootstrap Image Preview