Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনবাগের পথে পথে আলোর ফেরিওয়ালা

সেনবাগ প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৬:৩১ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৬:৩১ PM

bdmorning Image Preview


'ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার উদ্যোগ' এই স্লোগানকে ধারণ করে নোয়াখালীর পল্লী বিদ্যুৎ সমিতি উদ্যোগে আলোর ফেরিওয়ালা উপজেলার প্রতিটি ইউনিয়নে বাড়ি বাড়ি, হাট-বাজারে গিয়ে বিদ্যুতবিহীন দোকান ও বাড়িঘরে সংযোগ দিচ্ছে।

সেনবাগ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের আওয়াধীন আলোর ফেরিওয়ালা কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে তাৎক্ষণিকভাবে ফরম পূরণ করে সংযোগ দিচ্ছন। ঝামেলাবিহীন সংযোগ পেয়ে দারুণ আনন্দিত উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা বীজবাগ ইউনিয়নে মজুমদারহাট খলিল ও মিয়ারহাটে ওই সংযোগ দেওয়া হয়। এর আগে শায়েস্তানগর ও আজিজপুর গ্রামের অনুরুপ সংযোগ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়ারিং পরিদর্শক গোবিন্দ চন্দ্র দাস, লাইন টেকনিশিয়ান সামছুল আলম, লাইনম্যান গ্রেড-১ মনিরুল ইসলাম, বাজার কমিটির সেক্রেটারী সাহাব উদ্দিন, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা আশ্রাফুজ্জামান মোহন, ইলেকট্রিশিয়ান সাহাব উদ্দিন  ও বিদ্যুৎ গ্রাহকরা।

এ ব্যাপারে সেনবাগ উপজেলার পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) জানায়, আলোর ফেরীওয়ালা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাৎক্ষণিক ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রদান করছে। তাৎক্ষণিক ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি গ্রাহকরা।

তিনি বলেন, দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেও বিদ্যুৎ পাননি। কিন্তু আজ পল্লী সমিতির কর্মীরা তাদের বাড়িতে এসে খোঁজ নিয়ে মাত্র ২০-৩০ মিনিটের মধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে তারা দারুন খুশি। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Bootstrap Image Preview