Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লার হত্যা মামলায় খালেদার জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ১১:৫৩ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ১১:৫৩ AM

bdmorning Image Preview


কুমিল্লার হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে নিন্ম আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার (২৩ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রাষ্ট্রপক্ষের আবদনের প্রেক্ষিতে চারবার পেছানো হয়। নিন্ম আদালতের এ সময়ক্ষেপনের বিষয়টি তুলে ধরে হাইকোর্টে জামিন চান খালেদা জিয়া।

আবেদনের পক্ষে এজে মোহাম্মদ আলী ও কায়সার কামাল শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয় বলে জানান কায়সার কামাল।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু যান ভাঙচুরের ঘটনায় নাশকতার অভিযোগে চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।

একই বছরের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আট যাত্রীর মৃত্যুর ঘটনায় ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলাটি করে পুলিশ।

Bootstrap Image Preview