Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিশুর মাঝে থাকা সম্ভাবনাকে বিকশিত করার দায়িত্ব সকলের: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৬:০১ PM

bdmorning Image Preview


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রত্যেক শিশুর মাঝে অনেক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে বিকশিত করার দায়িত্ব সকলের। শিশুদের আত্মউদ্যোমী, আত্মবিশ্বাসী করে তোলার দায়িত্ব আমাদের, শিক্ষকদের এবং পরিবারের।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরীক্ষায় অবশ্যই ভালো করতে হবে। না হয় ভাল ফলাফল আশা করা যাবে না। শুধু পরীক্ষা কেন জীবনের সকল ক্ষেত্রে ভাল কিছু করতে হবে, যাতে সমাজে একজন ভালো মানুষ ও দেশের সুনাগরিক হওয়া যায়। ভেতর মানবিকতাবোধ আছে কিনা সেটা দেখা এবং সেভাবে তৈরি করাও জরুরি বিষয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার কুসুম দেওয়ান, রাজশাহীর প্রফেসর মো. আবুল কালাম আজাদ, যশোরের প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম, বরিশালের প্রফেসর মোহাম্মদ ইউনুস, মাদ্রাসা শিক্ষা বোর্ডের একেএম ছায়েফ উল্যা, চট্টগ্রামের জেলা গ্রশাসক মো. ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সারাদেশ থেকে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একসময় আমরা বঙ্গবন্ধুর ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতাম না। তোমরা খুবই ভাগ্যবান যে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার কথা জানছো পাঠক্রমে। এরই কারণে আমরা সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দেখতে পাচ্ছি। ষড়যন্ত্রকারীরা যেকোনো সময় আমাদের অস্থিত্বে আঘাত হানবে তাই আমাদের ইতিহাস জানতে হবে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড চট্টগ্রামের ব্যবস্থাপনায় মঙ্গলবার (২২ জানুয়ারী) থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

সারা দেশের মোট ৪টি শিক্ষা অঞ্চল (বকুল: চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট, গোলাপ: বরিশাল, খুলনা, পদ্ম: ঢাকা ও ময়মনসিংহ, চাঁপা: রাজশাহী ও রংপুর) থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৮০৮ জন, টিম লিডার ৫২জন ও কন্টিনজেন্ট লিডার ৪ জন।

উল্লেখ্য, আগামী ২৬ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়াম সমাপনি অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন,  বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম।

Bootstrap Image Preview