Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিজভীর বিরুদ্ধে গোপালগঞ্জে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০২:৪৬ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০২:৪৬ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম ও প্রকাশক সালমা ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

গত রবিবার মামলা দায়ের হলেও গতকাল সোমবার দুপুরে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বিগত ২৪ ডিসেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় ‘‘রিজভীর দাবি, আওয়ামী লীগে ২৩ জন ‘যুদ্ধাপরাধী’ আছে’’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে মামলার বাদী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদারের নামও উল্লেখ করা হয়েছে।

এতে তিনি সংক্ষুব্ধ হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। গত ২০ জানুয়ারি মামলাটি দাখিল করেন তিনি এবং গতকাল ২১ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির সিআইডিকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং আগামী ২৫ ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী তারিখ ধার্য করেন।

Bootstrap Image Preview