Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বার বার লোকসান দিয়ে বিআরটিসি আর কতোদিন চলবে: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০২:০৬ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেছেন, বার বার লোকসান দিয়ে বিআরটিসি আর কতোদিন চলবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে এক সভার পর এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক দাম দিয়ে বিআরসিটি বাস কেনা হচ্ছে। কিন্তু কিছু দিন পর ডাম্পিংয়ে চলে যাচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে সরকারকে। এভাবে সরকারি কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে গাড়ি কিনে এনে দেশের মানুষ কী সুফল পাচ্ছে দেখতে হবে।

এসময় তিনি বলেন, এপ্রিলের মধ্যে ভারত থেকে ১১শ নতুন গাড়ি আসছে। এর মধ্যে ৬শ বাস (তিনশ ডাবল ডেকার, তিনশ সিঙ্গেল), আর ৫শ ট্রাক। 

তিনি বলেন, যদি সঠিক লোকের হাতে বিআরটিসির দায়িত্ব দেওয়া না যায় তাহলে আগের মতোই অবস্থা হবে। এসময় বিআরটিসির চেয়ারম্যানের কাছে সব বাসের লিজ হিসাব চেয়েছেন মন্ত্রী।

এ সময় পরাজয়ের পর বিএনপিকে দেখলে মনে হয় শিল্পী জয়নুলের কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো- এমন মন্তব্য করে তিনি বলেছেন, বিএনপি কাঁদায় আটকে গেছে, ভুলের কাঁদায়। কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো লক্ষণ দেখছি না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব কে হবে না হবে তারাই ঠিক করবে। তবে মির্জা ফখরুল সাহেব সজ্জন মানুষ। অন্য আবাসিক প্রতিনিধিদের মতো নয়।

 

Bootstrap Image Preview