Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় বইছে নির্বাচনী হাওয়া

রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ১২:২৭ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের নির্বাচন। সংসদ নির্বাচনে বাদ পড়া অনেক আওয়ামী লীগের নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দৌঁড়ঝাঁপ শুরু করে দিয়েছে। সে অনুপাতে চকরিয়া উপজেলা নির্বাচনে ডজনখানেক আওয়ামী লীগের নেতা প্রার্থী হওয়ার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন।

এবার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়ন দেবেন। সে সুবাদে চকরিয়া উপজেলায় আওয়ামী লীগের নেতারা তৃণমূলের সমর্থন আদায়ের জন্য উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে গণসংযোগ করে যাচ্ছে।

চকরিয়া উপজেলা থেকে উপজেলা পরিষদ নির্বাচনে যারা মনোনয়ন পাওয়ার জন্য চষে বেড়াচ্ছেন তারা হলেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, কৃষকলীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাসিঁয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল 

আরও আছেন- মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা মিয়া, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাহারবিল  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কক্সবাজার ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও মানিকপুর-সুরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আজিমুল হক, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের নেতা নুরে হাবিব তসলিম এবং চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির।

এসব আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা জানান, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে কাজ করব।

উল্লেখ্য যে, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ।
 

Bootstrap Image Preview