Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় দু'টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রিপরিষদ সচিব

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৫:৪৮ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ায় ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন চারতলা ভবন ও পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন করেছেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোঃ শফিউল আলম।

রবিবার (২০ জানুয়ারি) সকলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদফতর প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিস বুলবুল আক্তার, কক্সবাজার জোনের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃদুময় চাকমা, উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম প্রমুখ।

মন্ত্রীপরিষদ সচিব অনুষ্ঠানস্থলে পৌঁছালে এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু মন্ত্রীপরিষদ সচিব মোঃ শফিউল আলমকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। শিক্ষা প্রকৌশল অধিদফতর কক্সবাজার জোনের অধীনে উন্নয়ন কাজ দু’টি বাস্তবায়ন করা হচ্ছে। 

Bootstrap Image Preview