Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বমদের খ্রিস্টধর্ম গ্রহণের শতবর্ষ পূর্তিতে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজন

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview


বম সম্প্রদায়ের খ্রিস্টধর্ম পালনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বান্দরবানে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের রুমা উপজেলায় বম রাম গসপেল সেন্টেনারী শীর্ষক উৎসবের মাধ্যমে এই তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।

খ্রিস্টধর্ম গ্রহণের পূর্বে প্রকৃতি পূজারী ছিল পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বম সম্প্রদায়। তারা ১৯১৮ সালে খ্রিস্টধর্ম গ্রহণ করে। তাই খ্রিস্টের সুসমাচার প্রচারের শতবর্ষ পূর্তি পালন করছে এই সম্প্রদায়টি।

তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নিতে ভারত, আমেরিকা, অষ্ট্রেলিয়া ও কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথিরা যোগ দিয়েছেন। এ ছাড়া পার্বত্য তিন জেলার বিভিন্ন এলাকা থেকে বম সম্প্রদায়ের নারী-পুরুষও উৎসবে অংশ নিয়েছে।

শুধু বম সম্প্রদায়ই নয় জেলার অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী লোকজনও উৎসবে যোগ দিয়েছে। বমরা নেচে-গেয়ে আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে পালন করছে এ উৎসব। বম সম্প্রদায়ের তরুণ তরুনীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে।

উৎসবে বম সম্প্রদায়ের হারিয়ে যাওয়া শিং নৃত্য ও বাঁশ নৃত্যসহ একশ' শিল্পির অংশগ্রহণে ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় রুমা হাইস্কুল মাঠে বম রাম গসপেল সেন্টেনারী শির্ষক উৎসবের উদ্বোধন করেন এই সম্প্রদায়ের ধর্মীয় নেতা রেভারেন্ড কামখুপ বম।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠান। গতকাল রবিবার সন্ধ্যায় বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান।

Bootstrap Image Preview