Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংরক্ষিত নারী আসনে আ.লীগের দেড় হাজার মনোনয়ন ফরম বিক্রি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:৪৭ AM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ১ হাজার ৫১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে, যা থেকে মোট আয় হয়েছে চার কোটি ৫৩ লাখ টাকা। শুক্রবার ছিল মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন। তবে আগামী রবিবার পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে।

শুক্রবার (১৮ জানুয়ারি) ফরম বিক্রি শেষ দিন। আগামী রবিবার পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

ড. আবদুস সোবহান বলেন, মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ৬২৪টি, দ্বিতীয় দিনে ৪৩৩টি, তৃতীয় দিনে ৩২৬টি এবং শেষদিনে ১২৭টি ফরম বিক্রি হয়। প্রতিটি ফরমের মূল্য রাখা হয়েছে ৩০ হাজার টাকা। আর ফরম বিক্রি থেকে আয় হয়েছে চার কোটি ৫৩ লাখ টাকা। এখন পর্যন্ত ১ হাজার ৪০০ এর বেশি ফরম জমা পড়েছে।

সংরক্ষিত নারী নেত্রীদের মনোনয়নের ব্যাপারে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের বলেন, রাজপ‌থের আন্দোলন-সংগ্রা‌মে যারা অগ্রণী ভূ‌মিকা পালন ক‌রে‌ছেন, দ‌লের জন্য যারা ত্যাগ স্বীকার ক‌রে‌ছেন, ম‌নোনয়‌নে তারা অগ্রা‌ধিকার পা‌বেন।

আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন করতে হবে। গত ১ জানুয়ারি গেজেট হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের। এ হিসেবে আগামী ১ এপ্রিলের মধ্যে সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে।

সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ তাদের নির্বাচিত ২৫৭ জন এমপির জন্য প্রায় ৪৩ জন সংরক্ষিত সদস্য পাবে। জাতীয় পার্টি পাবে চারটি আসন। জাতীয় ঐক্যফ্রন্টের আট বিজয়ী প্রার্থী অধিবেশন শুরুর নব্বই দিন পর্যন্ত শপথ নেওয়ার সুযোগ পাবেন। তারপরও শপথ না নিলে সে আসনগুলোতে পুনরায় নির্বাচন হবে। এক্ষেত্রে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের জন্য দুটি আসন থাকবে। আর স্বতন্ত্র প্রার্থীরা কোনও জোটে যোগ না দিলে তাদের জন্য থাকবে একটি আসন।

তফসিল ১৭ ফেব্রুয়ারি

আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রতিটি দল বা জোটের ভাগে পাওয়া আসনে একাধিক প্রার্থী থাকলে ভোটের মাধ্যমে নির্বাচিত করার বিধান আছে। তবে সাধারণত, নারী আসনে সব দল একক প্রার্থীই দিয়ে থাকে। ফলে নির্বাচনের দরকার পড়ে না। এবার আওয়ামী লীগও একক প্রার্থী দেবে।

Bootstrap Image Preview